ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

কলাপাড়ায় ৫ শতাধিক বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে টিকা প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫, ১১:০৫ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ৫ শতাধিক বেওয়ারিশ কুকুর এবং বিড়ালকে জলাতঙ্গের টিকা প্রদান করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। এমন কার্যক্রমকে স্বাদুবাদ স্থানীয়রা। বুধবার দিনভর উপজেলা প্রশাসনের সহায়তায় কলাপাড়া পৌর শহর ও কুয়াকাটা সৈকতসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ টিকা প্রদান করেন তারা।

এর আগে দুপুরে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইয়াসীন সাদেক এনিমেল  লাভারস অফ পটুয়াখালীর টিম লিডার আসাদুল্লাহ হাসান মুসা ও কলাপাড়া-কুয়াকাটা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ সাংবাদিকদের জানান,পর্যায়ক্রমে উপজেলার সকল বেওয়ারিশ প্রানীকে টিকা প্রদান করা হবে। 

Link copied!