টাঙ্গুয়ার হাওর দেখতে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজধানী ঢাকার মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা।
পর্যটকরা জানান, ঢাকা থেকে বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা স্বপরিবারে সেজুতি ট্রাভেলস নামক বাসে করে সুনামগঞ্জের পথে যাত্রা করেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স দল, শান্তিগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা বাসের নিচে চাপা পড়ে নিহত ২ জনের মরদেহ উদ্ধার করেন।

আপনার মতামত লিখুন :