ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করতে বিএনপিকে সমর্থন করতে হবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:০৫ রাত

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করতে বিএনপিকে সমর্থন করতে হবে। এই জনপদের উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে বিএনপির সরকার সর্বপ্রথম কার্যকর পদক্ষেপ নিয়েছিল। ওইসব অসমাপ্ত কাজগুলো করতে আপনাদের সমর্থন দরকার। আপনারা দলমত নির্বিশেষে সমর্থন করলে সকল ধরনের উন্নয়ন করা সম্ভব হবে।

মোশাররফ হোসেন আরো বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। আর বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবেন। তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে দিনরাত কাজ করছেন। তাই আপনারা সারা দেশের মতো এখান থেকে নিরঙ্কুশভাবে ধানের শীষের পক্ষে ভোট প্রদান করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সোমবার বিকালে লালুয়ার বানাতি বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এসব বক্তব্য রাখেন।  সমাবেশে লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্যাদা। এসময় বিএনপির স্থানীয় ও উপজেলার অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। 

Link copied!