কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শৈবাল চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনভর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মৎস্যজীবীরা অশংগ্রহন করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের সহযোগীতা এআইআরডি এর আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট উপ-প্রকল্পের প্রধান গবেষক ড. মো.রাজীব সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো.কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, পবিপ্রবি ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ চেয়ারম্যান প্রফেসর ড. মো.আরিফুল আলম, মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগ সিনিয়র সহকারী মো.জহিরুল ইসলাম আকন্দ, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট বরিশাল বিভাগ সহকারী প্রকল্প পরিচালক পলাশ হালদার, এআইআরডি ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল (ম্যাক্রো অ্যালগি) চাষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি শুধু কার্বনডাই অক্সাইড শোষণ করে পরিবেশবান্ধব ভারসাম্য রক্ষা করে না, বরং উপকূলীয় জনগোষ্ঠীর বিকল্প জীবিকায়নের পথও খুলে দেয়। এই পাইলট প্রকল্পের মাধ্যমে উপকূলীয় জনগণের অংশগ্রহণে টেকসই শৈবাল চাষের সম্ভাবনা যাচাই করা হয়েছে এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে এর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :