ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ রাত

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা:  পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তিন দফা দাবিতে চার দিন ধরে শিক্ষকদের কর্মবিরতি এবং পরীক্ষা বর্জনের কারণে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় স্থবিরতা দেখা দেয়। বুধবার রাতে বেশকিছু বিদ্যালয়ের গেটে শিক্ষকরা তালা ঝুলিয়ে দিলে বৃহস্পতিবার সকালে শত শত শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে প্রবেশ করতে না পেরে গেটে আটকা পড়ে।

এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি তালা ভেঙে বিদ্যালয়গুলো খুলে দেন এবং শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। তবে কোনো বিদ্যালয়েই সহকারী শিক্ষকরা উপস্থিত হননি। প্রশাসনের সহযোগিতায় দায়িত্বপ্রাপ্ত কিছু শিক্ষক এবং অভিভাবকরা পরীক্ষার দায়িত্ব নেন।
 
কুয়াকাটা শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকেরা নিজেরাই তালা ভেঙে সন্তানদের পরীক্ষা গ্রহণ করেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।অভিভাবকরা অভিযোগ করে বলেন, “সারা বছর বাচ্চারা কষ্ট করে পড়াশোনা করেছে। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন অমানবিক।
 
মঙ্গলসূক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নাজমুস সাকিব খান কনা জানান, তাদের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৭০২ জন। সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোসা. শিউলী বেগম প্রশাসনের সহায়তায় পরীক্ষা পরিচালনা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। যারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পরীক্ষা বন্ধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!