ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
বরগুনায় একই মঞ্চে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নানা রাজনৈতিক দলের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৩ দুপুর

জেলা প্রতিনিধি, বরগুনা।। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বরগুনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিরল রাজনৈতিক ঐক্যের দৃশ্য দেখা গেছে। গতকাল বিকেলে বাদ আসর বরগুনা নৌ-বন্দরে জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেয়। 
 
দোয়া পরিচালনা করেন বরগুনা সদর ঘাট জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাহিদ। এতে বিএনপিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও খেলাফত মজলিসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। একই মঞ্চে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের উপস্থিতি বরগুনায় বিরল ও অনন্য নজির সৃষ্টি করেছে বলে আয়োজকরা মন্তব্য করেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন। 
 
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন, জেলা জেনারেল সেক্রেটারি আল মামুন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান কিসলু প্রমুখ।
বরগুনা জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. মহিবুল্লাহ বলেন,“বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অন্যায় নিপীড়ন ও অব্যাহত হয়রানির শিকার। তিনি শুধু বিএনপির নেত্রী নন-গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে তিনি এক সাহসী কণ্ঠস্বর। তার দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করি। 
 
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রধান প্রতীক। আজ তার সুস্থতার জন্য বিভিন্ন মতাদর্শের নেতারা একই মঞ্চে দাঁড়িয়েছেন। দেশনেত্রীর দ্রুত সুস্থতা আমাদের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

Link copied!