ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের মাসিক সম্মেলনে এই ঘোষণা দেন ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষাবান্ধব সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আশরাফুল ইসলাম সাহেব। আজ ২১শে অক্টোবর ২০২৫ ইং তারিখ( মঙ্গলবার) ঈশ্বরগঞ্জ উপজেলার রোকনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মাসিক সম্মেলনে সকল প্রতিষ্ঠান প্রধান গণের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে,যে সকল ছাত্র-ছাত্রী এসএসসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেনা তাদেরকে এসএসসি ফাইনাল পরীক্ষায় অংশ গ্ৰহণ করার সুযোগ দেওয়া যাবে না।
উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ গোলাম মোস্তফা, সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, ঈশ্বরগঞ্জ। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন,ডক্টর সুলতানা আফরোজ, সাবেক প্রফেসর আমেরিকা ইউনিভার্সিটি। প্রতিষ্ঠাতা ও সভাপতি, রোকনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বক্তব্য প্রদান করেন, জনাব কামরুল আলম, অধ্যক্ষ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ,মোছাঃ তহুরা খাতুন, প্রধান শিক্ষিকা।
জনাব আশরাফুস সুলতান সাহেব প্রধান শিক্ষক,মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়,জনাব এ ফারুক ,প্রধান শিক্ষক ধীতপুর উচ্চ বিদ্যালয় ।শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন উক্ত বিষয়ে সকলেই একমত পোষণ করেন ।
আপনার মতামত লিখুন :