ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) রুশ ভাষা শর্ট কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। কোর্সটি গত ৬ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন অধ্যাপকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে মোট ৪৮ জন অংশগ্রহণকারী কোর্সটি সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেছেন।
কোর্সটি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি ও রাশিয়ান ফেডারেশনের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ডিআইইউর আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয় ও ঢাকা রাশিয়ান হাউসের সমর্থনে পরিচালিত হয়। ঢাকা রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। তিনি ভবিষ্যতে যৌথ সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম, রাশিয়ান সরকারী বৃত্তি সুযোগ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় একাডেমিক পথের সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে ভলান্টিয়ার ইন্টার্নশিপ প্রোগ্রাম– ভিআইপি (সিজন ৬)-এর অংশগ্রহণকারীদের সার্টিফিকেটও বিতরণ করা হয়। অনুষ্ঠানটি গ্রুপ ফটো, ক্যাম্পাস পরিদর্শন এবং ডিআইইউ আন্তর্জাতিক সম্পর্ক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন :