কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। সৈকতের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ওইসব স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার শেষ বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো.ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম সহ কুয়াকাটা পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উচ্ছেদকৃত স্থানে বন বিভাগের সহায়তায় বৃক্ষরোপন করেছেন উপজেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :