ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ১১:১৪ রাত

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর উপলক্ষ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণপত্র দিয়েছে ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের নেতারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র দেন। এ সময় এই অনুষ্ঠানের সফলতা কন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের নেতারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র দেন। এ সময় এই অনুষ্ঠানের সফলতা করেন বিএনপি চেয়ারপারসন।

ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আমন্ত্রণপত্র দিতে যান জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও মনির হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আর তারেক রহমানের পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার 

এদিকে, শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের।

 

Link copied!