বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করেছে হাইওয়ে পুলিশ। শনিবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোরায় মাঠ এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, এই কর্মসূচির আওতায় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে মোট ২০০টি তালগাছের চারা রোপণ করা হবে।
ওসি আরও বলেন, বজ্রপাত থেকে সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বজ্রপাতের ঝুঁকি কমবে, তেমনি সড়কজুড়ে সবুজের সমারোহ তৈরি হবে।" তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।
এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত, সার্জেন্ট হোসাইন আহম্মেদ তুর্য, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
আপনার মতামত লিখুন :