কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৫:৫৩ বিকাল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায়  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে প্রেসক্লাবের সামনে উপজেলা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা এর আয়োজন করেন।

প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ একই কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো.নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা প্রমুখ।

বক্তারা ২০ ভাগ বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা পনের'শ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ ভাগ বর্ধিত করনের শান্তিপূর্ণ আন্দালনে শিক্ষকদের উপর পুলিশের অমানবিক হামলা শিক্ষক সমাজ মেনে নেবে না। তাঁরা অবিলম্বে শিক্ষকদের দাবী মেনে নিয়ে পুলিশী হামলার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।

এসময় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!