বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পা রাখবেন বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, “সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ড. জাকির নায়েক ঢাকায় আসবেন। তিনি নিজের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।”
প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও এলাকায় আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে চূড়ান্ত ভেন্যু ও অন্যান্য বিস্তারিত তথ্য আগামী ২০ অক্টোবরের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ড. জাকির নায়েক বিশ্বের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা, যিনি যুক্তি, বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ে ইসলাম প্রচারের জন্য বিশেষভাবে পরিচিত। তার বক্তৃতা ও আলোচনাসভা বিশ্বজুড়ে কোটি মুসলমানের মাঝে গভীর প্রভাব ফেলেছে।
বাংলাদেশে তার আগমনকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই এটিকে “ঐতিহাসিক সফর” হিসেবে উল্লেখ করছেন।
আপনার মতামত লিখুন :