ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ০২:১৬ দুপুর

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর পরপরই সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে সড়কে অবস্থান নিয়ে একটি গাড়ি আগুন ধরিয়ে দেয় তারা। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। একপর্যায়ে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। তাদের তিনটি দাবি হলো- জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করা এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়া।

এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি থাকছে। তাই তাদের অনুষ্ঠান এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে সই করার কথা রয়েছে। তবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল।

Link copied!