মশাহিদ আহমদ, মৌলভীবাজার: ভবিষ্যতে কোন প্রকার শান্তিভংগ করিবেন না মর্মে লিখিত জবাবে উল্লেখ করিয়া মামলার দায় হইতে অব্যাহতি পেয়েই প্রকাশ্য আদালতের বারান্দায় বাদী পক্ষের লোকজনদের উপর আসামী পক্ষের লোকজন মারমুখী আচরণ এর অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর অনুমান ০১.৩০ ঘটিকায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, মৌলভীবাজার আদালত এর বারান্দায়।
এ ঘটনায় ভুক্তভোগী মো: আব্দুল মতলিব (৬০) বাদী হয়ে কুলাউড়া উপজেলার কৌলা চৌধুরী বাজার এলাকার মো: আতাউর রহমান (৬০), ফেরদৌসি রহমান (৫০), দক্ষিণ বাজার এলাকার মো: মাছুম আলম (৩৫), সোহেল আহমদ (৩৮), প্রতাপী এলাকার কামাল মিয়া (৫৫), দক্ষিণ বাজার এলাকার লিজা বেগম (৩০), জামাল মিয়া (৫৮) ও হালিমা বেগম নিপা-কে আসামী করে মৌলভীবাজার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ১৯ অক্টোবর মামলা (পিটিশন মামলা নং-২২৭/২০২৫ইং ( কুলা) দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে আসামীদের আগামী ধার্য তারিখে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে- উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য ও বিরোধ থাকায় মামলা চলমান। বিগত ১৬ অক্টোবর মামলার ধার্য তারিখে আসামী পক্ষের মো: আতাউর রহমানগং ভবিষ্যতে কোন প্রকার শান্তিভংগ করিবেন না মর্মে লিখিত জবাবে উল্লেখ করিয়া মামলার দায় হইতে ( পিটিশন মামলা নং- ২০৬/২০২৫ইং) অব্যাহতি পান। মামলা দিয়ে কি হয়েছে ? একদিনেই শেষ, এখন তোদের মামলা করার সাদ মিটাইয়া দিবসহ একাধিক হুমকি প্রদান করতে থাকেন। প্রকাশ্য আদালতের বারান্দায় এসব ঘটনা দেখে আশে পাশের লোকজন জড়ো হতে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মো: আব্দুল মতলিব জানান- ঘটনাস্থল বিজ্ঞ আদালতের বারান্দায়। সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকা। তাই সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে। পরিবারের অন্যান্য সদস্যগন তাদের এহন আচরণে নিরাপত্তাহীনতায়। তিনি আরো বলেন- বিগত ১২/০৮/২০২৫ইং দুপুর অনুমান সাড়ে ১২ ঘটিকার দিকে, কুলাউড়া ভাঙ্গারিপট্রি দিয়ে আসার পথে আমার ছেলেকে প্রাণে হত্যার উদ্যোশে হামলা করেন। এ ঘটনায় কুলাউড়া থানায় জিডি ( জিডি নং- ৩৪৬৯, তারিখ : ১২/০৮/২০২৫ইং) করি।
আপনার মতামত লিখুন :