গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান মুনকে (৪০) বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের ঝিলপাড় এলাকার চাঁদনী রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। রাশেদ খান মুন গোবিন্দগঞ্জের ঝিলপাড়ার প্রয়াত অ্যাডভোকেট আব্দুর রশিদ মণ্ডলের ছেলে। তার বাবা গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, রাশেদ খান মুনকে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় (মামলা নং ০৯/২৪) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রসঙ্গত, সম্প্রতি রাশেদ খান মুন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছিলেন।

আপনার মতামত লিখুন :