ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

বনানীতে নারী শ্রমিককে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ০২:২৫ দুপুর

বনানীতে নারী শ্রমিককে চাপা দেওয়া ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। গ্রেফতারকৃত চালকের নাম মো. টিটন ইসলাম। সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় এ তথ্য জানান, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে সোমবার সকাল পৌনে ৭টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় ট্রাকচাপায় মিনারা আক্তার (১৯) নামের ওই পোশাক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন সুমাইয়া আক্তার (১৯) নামের অপর একজন পোশাক শ্রমিক।

এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত বনানীর সড়ক অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা।এতে ওই সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ দুর্ভোগে পড়েন। এসময় অনেককে পায়ে হেঁটে নিজ গন্তব্যে যেতে দেখা যায়।

Link copied!