কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার প্রায় পাঁচ হাজার পরিবার আগাম ঈদ উদযাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার সকাল পৌনে নয়টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে দরবার শরীফের হাজারো অনুসারি প্রধান জামায়াতে অংশ গ্রহণ করেন।
এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িসহ আরও আটটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত হওয়া গেছে। নামাজ শেষে তারা নিজেদের মধ্যে একে অপরকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। ঈদ উপলক্ষে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ।
তবে তারা প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন বলে জানান নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক মো.নিজাম উদ্দিন বিশ্বাস ।
আপনার মতামত লিখুন :