পটুয়াখালীর কুয়াকাটায় পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীর দুই ছেলে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে সৈকতের পাশে শুঁটকি মার্কেটে এ ঘটনা ঘটে। দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগে দোকান না খুলতে পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, প্রায় ছয় বছর আগে বেল্লাল মোল্লার কাছ থেকে তারা দোকান ভাড়া নেন এবং অগ্রিম হিসেবে ১ থেকে ১.৫ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। জমির মালিকানা দাবি করেন তিন ব্যক্তি। তারা হলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, রাশেদুল-আফতাব ও বেল্লাল মোল্লা।
দোকানিরা বিষয়টি সমাধানের জন্য একাধিকবার বৈঠকের চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। এ অবস্থায় কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীর ছেলে লতাচাপলী ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজ মুসুল্লী দোকানিদের নতুন চুক্তিতে রাজি হতে চাপ দেন। কিন্তু জমির মালিকানা নির্ধারণ না হওয়ায় তারা এতে রাজি হননি। পরে বৃহস্পতিবার সকালে রিয়াজ মুসুল্লী ও তার ভাই মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মুসুল্লী লোকজন নিয়ে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তারা দ্রুত তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন এবং ঈদের আগে আর্থিক ক্ষতি এড়াতে পারেন।
আপনার মতামত লিখুন :