ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

খুলনায় চাঁদ রাতে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তিন যুবক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫, ১১:৫০ রাত

চাঁদ রাতে খুলনার পৃথক তিন স্থানে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তিন যুবক। হঠাৎ সন্ত্রাসীদের এমন তৎপরতা জনমনে আতংক সৃষ্টি করে।

রোববার রাত পৌনে ৮টায় মহানগরীর সদর থানার এক নম্বর কাস্টম ঘাট এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পথচারী মো. শেখ ফরিদ (৩২) গুলিবিদ্ধ হন। গুলিটি ফরিদের পেটে ডান পাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গুলিবিদ্ধ শেখ ফরিদ পেশায় একজন ট্রলি চালক। তিনি ওই এলাকার বাসিন্দা মৃত শেখ আব্দুল মান্নানের ছেলে।

এদিকে রাত ৮টায় ঘটনাস্থলের অদূরে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় হাফিজের চায়ের দোকানের সামনে মো. শাওন চৌধুরি (২৯) নামে এক যুবককে সন্ত্রাসীরা গুলি করে। গুলিটি শাওনের বাম হাতে লাগে। এলাকাবাসী তাকে খুমেক হাসপাতালে নিয়ে যান। শাওন ওই এলাকার বাসিন্দা শুকুর চৌধুরীর ছেলে।

জানা গেছে, ওই চায়ের দোকানে বসা ছিল শাওন। এসময় মোটরসাইকেল যোগে ২/৩ জন সন্ত্রাসী এসে চলন্ত অবস্থায় শাওনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এরপর রাত ৯টার দিকে রূপসা উপজেলার রামনগর বরফ কলের সামনে মোহাম্মদ রবিউল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।

রূপসা থানার ওসি মো. মাসুদুর রহমার বলেন, পূর্বের শত্রুুতার জেরে কতিপয় সন্ত্রাসী রবিউলকে গুলি করে।

গুলিবিদ্ধ এসব ঘটনার পর জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন খুলনার থানার ওসি হাওলাদান সানোয়ার হোসেন মাসুম।

Link copied!