সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, সালাউদ্দিন গাজী (৩৮), শ্যামনগর উপজেলার আবু বক্কর সিদ্দিক গাজী (৫৫), মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫), আতিকুর রহমান সাজু (৩৮), শাহাজাহান গাজী (৩৫)।
জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, চোর চক্রের সদস্য সালাউদ্দিন গাজী ও আবু বক্কর গাজীকে নিয়ে গতকাল বৃহস্পতিবার চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাবুরার মোস্তাফিজুর রহমান নান্নুর বাড়ি ও আটক অন্যদের বাড়ি থেকে মোট ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলাসহ অন্য জেলায় একাধিক চুরি, অস্ত্র, মাদক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :