ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

মাগুরার ভায়না এলাকায় পিস্তলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৯ দুপুর

মাগুরার ভায়না এলাকায় যৌথবাহিনীর অভিযানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) চোপদারপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি চায়না পিস্তল, একটি চাকু ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শামিম ওই এলাকার মৃত বাকি চোপদারের ছেলে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি তাকে বহিষ্কার করা হলেও, পরে আবেদন বিবেচনায় ১৭ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় কমিটি। এর দুই সপ্তাহ পর তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হলেন।

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, অস্ত্র আইনে মামলা দায়ের করে শামিমকে আদালতে পাঠানো হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, তিনি মাগুরায় নেই; পরিবারের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি জেনেছেন।

Link copied!