১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসা এক যুবক আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সময় লেখা একটি প্ল্যাকার্ডসহ ওই যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
আটককৃত যুবকের না শেখ শিমন (২১)। সে ঢাকা জেলায় আশুলিয়া থানার পবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসলে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শেখ শিমন জানায় সে বেশ কয়েকজন লোক নিয়ে সাভার পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মাসুম দেওয়ানের অনুসারী। তার নির্দেশেই আজ লোক জমায়েত করে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে স্থানীয় জনতা সহযোগিতায় পুলিশ তাকে আটক করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান ছাত্রলীগ কর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :