ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

দৌলত‌দিয়ায় চাপ বেড়েছে ঘরমুখো যা‌ত্রী ও যানবাহ‌নের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫, ১২:০৭ রাত

প্রিয়জ‌নের সা‌থে ঈদ উদযাপন কর‌তে ঘরমু‌খো যাত্রী ও যানবাহ‌নের চাপ বেড়ে‌ছে দ‌ক্ষিণ প‌শ্চিমাঞ্চ‌লের প্রবেশদ্বার হিসা‌বে প‌রি‌চিত রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়া ঘা‌টে। রোববার (৩০ মার্চ) ভোর থে‌কেই পাটু‌রিয়া থে‌কে ছে‌ড়ে যাওয়া প্রতি‌টি ফে‌রি‌তে যানবাহ‌নের পাশাপা‌শি যাত্রী‌দের চাপ লক্ষ্য করা গে‌ছে। একই সা‌থে ছোট গা‌ড়ির চাপও দেখা‌ গে‌ছে। পাশাপা‌শি ল‌ঞ্চেও আস‌ছে যাত্রীরা।

এদি‌কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়‌লেও দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে পর্যাপ্ত ফে‌রি ও লঞ্চ চলাচল করা এবং ঘাট এলাকায় যানযট না থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে নে‌মে ভোগা‌ন্তি ছাড়াই বি‌ভিন্ন বাহ‌নে গন্ত‌ব্যে ছুট‌ছে মানুষ। ত‌বে দৌলত‌দিয়া থেকে রাজবাড়ী, কু‌ষ্টিয়া, ফ‌রিদপুরসহ বি‌ভিন্ন রু‌টে অ‌তি‌রিক্ত ভাড়া আদা‌য়ের অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন যাত্রীরা।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউ‌দ্দিন ব‌লেন, সকাল থে‌কে যাত্রী ও যানবাহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। ত‌বে কোনো প্রকার যানজট বা ভোগা‌ন্তি নেই। এই নৌরু‌টে ছোট বড় মি‌লে ১৭টি ফে‌রি দি‌য়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হ‌চ্ছে।

Link copied!