ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

কুয়াকাটায় মহান বিজয় দিবসে র‍্যালি ও আলোচনা সভা 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ রাত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কুয়াকাটা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
 
র‍্যালি শেষে বিদ্যালয় হলরুমে এক তারুণ্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  জহিরুল ইসলাম মিরন। এসময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি  জহিরুল ইসলাম মিরন বলেন,মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এই বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলে মুক্তিযুদ্ধের আদর্শে দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করাই আমাদের লক্ষ্য।
 
সভাপতির বক্তব্য প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন,৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। বিজয় দিবস আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
 
আলোচনা সভায় শিক্ষার্থীরাও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এবং শিক্ষার্থীদের মাজেপ পুরস্কার বিতরণ করা হয়।
 

Link copied!