ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বাংলাদেশ মানবাধিকার পরিষদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ রাত

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টা ১০ মিনিটে গুলশান চেয়ারম্যানের কার্যালয় থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন বাংলাদেশ মানবাধিকার পরিষদের নেতারা। পরে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অংশগ্রহণ করেন সংগঠনের মহাসচিব আমিনুল ইসলাম (বুলু),কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার খাজা সাইফ আহসান, কেন্দ্রীয় সমন্বয়ক রাশেদা আহমেদ, চীফ কোঅর্ডিনেটর শেখ মহিন উদ্দিন, আবু নায়েম জনি প্রমুখ।

Link copied!