এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের ত্রিশালে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এরপর উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পৌরসভায় ৭নংওর্য়াডে অবস্থিত শহীদ মালেকের কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ত্রিশাল থানার কর্মকর্তা বৃন্দ,ত্রিশাল পৌরসভার প্রতিনিধিগণ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ত্রিশাল, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় জনগণ।
দিবসটি উপলক্ষে সরকারী নজরুল একাডেমীর মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদিকী। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান । পরে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সর্বধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানা ও ধলা ভবগুরে আশ্রয়কেন্দ্রে উন্নত খাবার সরবারহ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকারি নজরুল একাডেমী মাঠে বিজয় মেলা, প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

আপনার মতামত লিখুন :