কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় জামি'আ মুহিউসসুন্নাহ মাদ্রাসা আলীপুর এর আয়োজনে ১২-১৩ ও ১৪ ডিসেম্বর (৩দিন ব্যাপী) ৪র্থ বার্ষিক তাফসীরুল করআন মাহফিল ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গতকাল রোববার রাতে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। এতে হাজার হাজার মুসুল্লীরা অংশগ্রহণ করে।
কোন রাজনৈতিক আলোচনা ছাড়াই দেশ বরণ্য আলেম ওলামারা ইসলামী জীবন বিধান, ইসলামী মুল্যবোধ সৃষ্টির লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। আগত মুসুল্লিরা জানান, মাহফিলে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওয়াজ নসিহত করলেও তারা কোন রাজনৈতিক আলোচনা করেননি। এ কারনে এই মাহফিলকে তারা ঐতিহাসিক মাহফিল হিসেবে আখ্যা দিয়েছে।
ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সভাপতি, উপমহাদেশের অন্যতম শীর্ষ আলেম ও মুরুব্বী, আমীরুল উমারা মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দা.বা.।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম,
আমীরুল মুমণিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মাহমূদুল হোসাইন অলিউল্লাহ, লক্ষীপুর উপজেলা চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ জামাতা, নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, দেশবরেণ্য বক্তা মাওলানা খোবাইব বিন তৈয়্যব মাওলানা হুসাইন আহমেদ সাঈদ ইন্ডিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করেন, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ান, মোফাসসিরে কোরআন মাওলানা মুফতী আব্দুল মান্নান, মুফতী হাবীবুর রহমান হাওলাদার, মাওলানা আবুল হাসান বোখারী, মুফতী মাহফুজুর রহমান জাবের, মাওলানা হেদায়েতুল্লাহ জেহাদী, মাওলানা আব্দুস ছোবহান, মুফতী বেলাল হোসাইন।
ধারাবাহিক তাফসীর পেশ করেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ [কুয়াকাটা] মুহতামিম, অর জামি'আ মহিউসসুন্নাহ।
৩দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোসলেম মুসুল্লী মুছা। সার্বিক ব্যবস্থাপনায় খানকায়ে মাহমুদিয়া আলীপুর জামি'আ মুহিউসসুন্নাহ কর্তৃপক্ষ।
তিনদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দেশ বরণ্যে আলেমরা রাস্টীয় অস্থিতিশীলতা, বাংলাদেশ সহ সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মোনাজাত শেষ করেন।

আপনার মতামত লিখুন :