ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

কুয়াকাটার লেম্বুরব সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন করেছে উপরা’র সদস্যরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। “প্লাস্টিক নয়, প্রকৃতিই হোক আমাদের সঙ্গী”এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটার দর্শনীয় স্পট লেম্বুরবন সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সোমবার সকালে উপক‚ল পরিবেশ রক্ষা আন্দোলন উপরা’র সদস্যরা এ কার্যক্রম চালায়।

তারা সৈকতের বিভিন্ন স্থানে জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।একই সঙ্গে বন্যপ্রাণী ও বনসংরক্ষণে করণীয় সম্পর্কে পর্যটকদের অবহিত করে। এতে পর্যটক, শিক্ষার্থী, বন ও পরিবেশকর্মী ও উপরা’র স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

উপরা যুগ্ম আহŸায়ক আবুল হোসেন রাজ বলেন, পরিবেশ রক্ষা শুধু সংগঠনের কাজ নয়, এটা সবার দায়িত্ব। বন্যপ্রাণী, লাল কাঁকড়া, সমুদ্রতট ও বন আমাদের সম্পদ। এগুলো টিকে রাখতে হলে প্রত্যেকে সচেতন হতে হবে। প্লাস্টিক-পলিথিন পরিবেশের সবচেয়ে বড় শত্রæ। এসব সৈকতে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলানো জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।

Link copied!