ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বিজয় দিবস পালন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ রাত

মৌলভীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস-২০২৫ইং, উপলক্ষ্যে, মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেছেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব (স্বারক রেজি নং- ২৬৯)-এর নেতৃবৃন্দ। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে (৩য় তলা সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক প্রধান শাখা এর বিপরীতে) ১৬ ডিসেম্বর- সকালে বিজয় র‌্যালী নিয়ে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী (চ্যানেল এস- হেড অব নিউজ), সহ-সভাপতি- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বানী), সহ-সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), দপ্তর সম্পাদক- মঈনুল হক (সংবাদ সারাদেশ), সাংগঠনিক সম্পাদক- আব্দুল বাছিত খাঁন (দৈনিক খবরপত্র/ দৈনিক প্রতিদিনের কাগজ), অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), প্রচার ও প্রকাশনা সম্পাদক- জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), - চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), এনামুল হক আলম- (দৈনিক মৌমাছি কন্ঠ), শায়েক আহমদ (দৈনিক ঘোষনা), ছাদিকুর রহমান (সাব্বির) (দৈনিক দেশ প্রতিদিন)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুর রহমান রহমত, তামান্না ইসলাম মুন্নি, ইয়াছিন আহমদ নাফি প্রমুখ।

Link copied!