ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় রাস্তা নির্মাণে অনিয়ম, প্রতিকী জানাযা পড়েন এলাকাবাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৫২ রাত

পটুয়াখালীর কলাপাড়া রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় প্রতিবাদ হিসেবে রাস্তার আত্মার মাগফিরাত কামনায় প্রতিকী জানাযা, দোয়া মাহফিল ও জিলাপি বিতরণ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কুয়াকাটা স্টুডেন্টস অ্যালায়েন্স নামে একটি সংগঠণের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, কুয়াকাটা সৈকতের পাশে নির্মিত এ সড়কটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তার উপরের অংশ উঠে যায়। যা দেখতে পেয়ে এ ব্যতিক্রমী প্রতিবাদ করেন স্থানীয়রা।

কুয়াকাটা স্টুডেন্টস অ্যালায়েন্স এর সদস্য মুজাহিদ সিফাত বলেন, ‘আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে জানিয়ে দিতে চাই আমরা ৫ ই আগষ্টের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি থাকবে না। কেউ অনিয়ম করলে এভাবে প্রতিবাদ করতে হবে।

Link copied!