মানিকগঞ্জের ঘিওরে বাউল শিল্পী আবুল সরকারের ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে ক্ষোভ বাড়ছে, ঠিক তখনই বাউল জগত নিয়ে আরেক বিস্ফোরক মন্তব্য করলেন নারী বাউল শিল্পী হাসিনা সরকার।
সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, নারী বাউল শিল্পীরা পুরুষ শিল্পীদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে তাদের কোনো অনুষ্ঠানে ডাক পাওয়া যায় না। এমনকি তিনিও ব্যক্তিগতভাবে এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি করেন।
হাসিনা সরকার বলেন, “আমি প্রোগ্রাম চাইলে তারা বলে ‘খেয়াল রাখতে হলে কথা শুনতে হবে, যখন ডাকব তখন আসতে হবে।’ আমি জিজ্ঞেস করি—‘আসলে কী করতে হবে?’ তখন তারা বলে- ‘এটা কি খুলে বলতে হবে?’” তিনি আরও জানান, ইজ্জত ও মর্যাদা বিসর্জন দিয়ে প্রোগ্রামে যাওয়ার চেয়ে বায়না না পাওয়া তার কাছে গ্রহণযোগ্য।
নারী শিল্পীদের প্রতি পুরুষ বাউলদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তারা বিছানায় নিলে তবেই গান গাওয়ার সুযোগ দেয়। আমাকেও এমন প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমি বলেছি- এই ধরনের প্রোগ্রাম আমার দরকার নেই।
এর আগে বিতর্কিত মন্তব্যের পর আবুল সরকারকে গত বৃহস্পতিবার মাদারীপুর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে এবং তিনি বর্তমানে কারাগারে আছেন। তার শাস্তির দাবিতে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও জনসাধারণের মাঝে এখনও ক্ষোভ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :