কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তাদের কার্যক্রম সরকার ব্যান করে দিয়েছে। তাই উন্নয়নের স্বার্থে ভোট দিতে হবে ধানের শীষে। এই এলাকার উন্নয়ন করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।
মোশাররফ হোসেন আরো বলেন, ‘আমরা আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রাখি। কোরানকে এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করি। আমরা ধর্মভীরু। আমাদের সাধারণ ভোটারদের দুইটা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চায়। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘পাখা ও দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি নবী পাবেন ভোট, কিংবা বেহেশতে যাওয়া যায়- ভোটের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এরা মুসলমান নামের ভন্ড।’ এর থেকে সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানান তিনি।
তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন, ‘আপনারা ভাগ্যবান, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইউনিয়নে স্বনির্ভর খাল খনন করেছিলেন।’ মোশাররফ হোসেন আজ বুধবার বিকালে বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী হাইস্কুল মাঠের বিশাল এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। তিনি এসময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রতিশ্রুতি দেন আগামী দিনে এলাকার সকল ধরনের উন্নয়ন করার। বালিয়াতলী ইউনিয়ন জাতীয়তাবাদী দল আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান হাওলাদার।
সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা নুরুল হক মুন্সী, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কামরুজ্জামান কাজল তালুকদার, নুরুল কবির ঝুনু প্রমুখ। সভা পরিচালনা করেন বিএনপি নেতা হাজী মো. বাবুল। সমাবেশ ঘিরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

আপনার মতামত লিখুন :