ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

সাবেক আইজিপি বেনজীরের স্ত্রী ও কন্যার আয়কর নথি জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল

সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা এবং মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর সংক্রান্ত সমস্ত নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন পৃথক দুই আবেদনে তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নথিগুলো পর্যালোচনা করা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

জীশান মীর্জাকে নিয়ে করা আবেদনে বলা হয়েছে যে, আসামি জীশান মীর্জা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। একইসঙ্গে, তিনি ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

তাহসীন রাইসা বিনতে বেনজীরকে নিয়ে করা আবেদনে বলা হয়েছে, তিনি ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে অভিযুক্ত। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

দুদকের এই পদক্ষেপ সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার তদন্তের একটি অংশ।

Link copied!