শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের অগ্রগতির মূলভিত্তি রচনা করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) ‘মহান বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণের জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, আজ গার্মেন্টস বা আরএমজি সেক্টর থেকে আমরা যে অর্থ আয় করি, এছাড়া বিদেশ থেকে শ্রমিক ভাইয়েরা যে রেমিট্যান্স নিয়ে আসে, তার ভিত্তিও গড়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। এই ক্ষণজন্মা পুরুষ বাংলাদেশের অগ্রগতির মূলভিত্তি রচনা করে দিয়েছিলেন। মির্জা ফখরুল যোগ করেন, সেই জন্যই আজকের এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ, গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, যোগ করেন তিনি। তিনি আরও বলেন, আজ বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা চক্রান্ত চলছে আবার গণতন্ত্রকে ধ্বংস করা জন্য, সেই মুহূর্তে এই ৭ নভেম্বর আমাদেরকে সেই পথে যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে পারব। জনগণের ভোটের অধিকার, বিচার-অধিকারকে নিশ্চিত করতে পারব। সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।

আপনার মতামত লিখুন :