নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে পৃথক দুটি অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শুক্রবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবের চর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ২টি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫শত কেজি জাটকা জব্দ করা হয়। তবে এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। একই দিন ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ২টি বাস এবং ২টি ট্রাকে তল্লাশি চালানো হয় এবং প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এক্ষেত্রেও বাস চালক, ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরে, জব্দকৃত সাড়ে তিন হাজার কেজি জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন :