কুমারখালী উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:৫৫ রাত

কুমারখালী উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ডে কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

কুমারখালী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নওয়াব আলীর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এস এম শাতিল মাহমুদের সঞ্চালনায় এ সভায় জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটি'র সাবেক সভানেত্রী সৈয়দ ফাহিমা বানু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ, কুমারখালী পৌর বিএনপি'র সাবেক সভাপতি খন্দকার আব্দুল গাফ্ফার, কুমারখালী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম লিপন, কুমারখালী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ কুষ্টিয়া জেলা এবং কুমারখালী ও খোকসা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আওয়ামী লীগ সকল রাজনীতি বন্ধ করে ‘বাকশাল’ কায়েম করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। ধানের শীষের বিজয়ের জন্য একসাথে কাজ করতে দলীয় নেতা- কর্মিদের প্রতি তিনি আহবান জানান। 

Link copied!