ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:৩৫ দুপুর

বৃষ্টির প্রভাব কমায় বিগত চার মাস ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম গত প্রায় ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছিল। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছু সবজির দাম আবার বেড়েছে বলে জানা গেছে। বিক্রেতারা বলছেন, শীতের আগমনী বার্তা বাজারে টোকা দিচ্ছে এবং এর প্রভাবে শিগগিরই সবজির দাম আরও কমবে। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাক, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, বাজারে নতুন উঠা শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, 

পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মগবাজার কাঁচা বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা বলেন, বিগত কয়েক মাসের তুলনায় সবজির দাম কমেছে। তবে গত সপ্তাহে বেশিরভাগ সবজি ৬০ টাকার ঘরে থাকলেও, এই সপ্তাহে সেটা আবার ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন জানান, বাড়তি দাম অনেকটাই কমে এলেও, গত সপ্তাহে বৃষ্টির কারণে কিছু সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম সামান্য বেড়েছে। তবে তিনি আশাবাদী, শীত আসা শুরু হওয়ার কারণে সব ধরনের সবজির দামই এখন কমতে থাকবে এবং পুরো শীত জুড়ে দাম অনেক কমে যাবে।

Link copied!