গঙ্গাস্নান বা পুণ্যস্নান সম্পন্নের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব রাসপূজা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ গঙ্গাস্নান সম্পন্ন করেন হাজারো হিন্দুধর্মাবলম্বী নারী-পুরুষ গঙ্গাস্নানের পূর্বে সনাতনী নারীরা মোমবাতি, আগরবাতি, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুরসহ নানান উপকরণ সমুদ্রের জলে অর্পণ করে প্রার্থনা জানান।
এ সময় লক্ষাধিক নারী-পুরুষের উপস্থিতিতে পুরো কুয়াকাটা সৈকত এলাকা মুখরিত হয়ে ওঠে উলুধ্বনি ও মন্ত্রপাঠে। অনেকে প্রায়শ্চিত ও পিণ্ডদানসহ মাথা ন্যাড়া করে ধর্মীয় আচার সম্পন্ন করেন। সকালের এই স্নান শেষে ভক্তরা সৈকতসংলগ্ন শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন। যদিও রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, তবুও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রাসমেলা, যা চলবে আগামী কয়েকদিন।
পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ছিল ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ–পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের ব্যাপক তৎপরতা। চিরায়ত ঐতিহ্যের অংশ এই রাসপূজা ও গঙ্গাস্নানকে ঘিরে কুয়াকাটায় সৃষ্টি হয় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ, যা ভক্ত ও পর্যটকদের কাছে আনন্দ ও ভক্তির এক অনন্য সমন্বয় ঘটায়।

আপনার মতামত লিখুন :