কলাপাড়ায় কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ০৪:৪০ দুপুর

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক বাজারে গণসংযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পাইকারি কৃষক বাজারে তিনি এ গণসংযোগ করেন। এসময় তিনি পুরো বাজার ঘুরে দেখেন। পরে কৃষকরা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং হাসনাত আব্দুল্লাহ কৃষকদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় কৃষকসহ উপস্থিত মানুষ ভালোবাসার প্রতীক হিসেবে  হাসনাত আব্দুল্লাহর হাতে তরতাঁজা শাপলা ফুল তুলে দেন। মুহুর্তে এ খবর ছড়িয়ে গেলে ভিড় জমে যায়। তিনি ভোলার উদ্দেশ্য কলাপাড়া ত্যাগ করেন। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে সমন্বয় সভায় অংশগ্রহন করেন। পরে তিনি কুয়াকাটায় শনিবার রাত্রি যাপন করেন। গণসংযোগ শেষে তিনি ভোলার সমন্বয় সভার উদ্দেশ্যে রওয়ানা দেন।

গণসংযোগে এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক ও কলাপাড়া উপজেলার এনসিপির সংগঠক মাহবুবুল আলম নাঈম উপস্থিত ছিলেন।

Link copied!