সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: নিখোঁজের দুইদিন পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টা করা হয়।
এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে ঠিক কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে-সে বিষয়টি এখনও রহস্যেঘেরা। শিশুটির নাম আয়েশা মনি (১১ বছর ৬ মাস)। সে রাঙ্গাবালী ছালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তিন বোন, এক ভাইয়ের মধ্যে সবার ছোট। তার বাবা বাবুল প্যাদা পেশায় দিনমজুর এবং মা আছমতারা ৯-১০ বছর সৌদি আরবে অবস্থান করে পরিবারের জীবিকা নির্বাহ করছেন। পুলিশ জানায়, শুক্রবার বিকাল থেকে আয়েশা নিখোঁজ ছিল।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। শনিবার দুপুরে রাঙ্গাবালী থানায় আয়েশার নিখোঁজের ঘটনায় তার বাবা বাবুল প্যাদা সাধারণ ডায়েরি করেন। রোববার বেলা ১১টায় পুলিশের তল্লাশিতে তাদের নিজ বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :