ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার: প্রত্যেকের ৬ মাসের জেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৫১ দুপুর

ঢাকার আশুলিয়ায় এক বিশেষ অভিযানে ১৪ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করেছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

দীর্ঘদিন ধরে জামগড়া এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগ আসছিল। এরই ভিত্তিতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযান শেষে আটককৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাদের সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর রাত ১০টার দিকে প্রিজন ভ্যানে করে সাজাপ্রাপ্তদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Link copied!