কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত এ অভিযানে প্রায় ৫৬ লাখ ৫২ হাজার ৬০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলার শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত এলাকা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া ও চাঁনপুর জোড়া ব্রিজ এলাকা থেকে একটি ট্রাকসহ অবৈধ শাড়ি, জিরা, কসমেটিক্স ও বাসমতি চাল আটক করা হয়।
আটককৃত চোরাচালানী মালামালের বাজারমূল্য আনুমানিক ৫৬ লাখ ৫২ হাজার ৬০০ টাকা বলে জানায় বিজিবি। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :