সাগরে জাল ফেললেও মিলছে না মাছ
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঈদ এলেও খুশির বার্তা নেই জেলে পল্লিতে। সাগরে মাছের দেখা নেই। জাল ফেললেও মিলছে না ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। কর্মহীন হয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায় এর সঙ্গে সংশ্লিষ্টরা। একই সাথে ঋণের ভারে জর্জরিত হয়ে অনেক ট্রলার মালিক বন্ধ রেখেছেন মৎস্য শিকার। দীর্ঘদিন ধরে সাগরে মাছের আকাল থাকায় এবার ঈদ উৎসব ¤øান হতে চলেছে জেলে পরিবারগুলোতে। তবে মৎস্য গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সাগর ও নদীতে মাছের প্রাপ্তিতা অনেক কম রয়েছে।
উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা জেলে পল্লীর বাসিন্দা জেলে রাসেল হাওলাদার। জরাজীর্ণ একটি ঘরে পরিবারের চার সদস্য নিয়ে তার