ঈদুল ফিতর উপলক্ষ্যে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫, ০৯:৫০ রাত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর দায়িত্বপূর্ণ এলাকায় ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করতে ১০ টি রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে ১০ টি টিম নিয়োজিত থাকবে।

আজ র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ঈদকে কেন্দ্র করে ঢাকা মুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। 

এছাড়া বিভিন্ন রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন এবং ফুট পেট্রোল ও সাইবার ওয়ার্ল্ডের নজরদারিতে র‌্যাব-১০ সদা তৎপর থাকবে।

ভ্রমণকালে নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনে একই সঙ্গে লঞ্চ-স্টিমার-স্পিডবোটসহ অন্যান্য নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে। 

ট্রেন যাত্রীদের প্রতি ট্রেনের ছাদে বা ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছে।

ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র‌্যাব-১০ এর কন্ট্রোল ০১৭৭৭৭১১০৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে।

Link copied!