কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বরিশাল সেরানিয়াবাত ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ হৃদয়কে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় থানার সামনে বিক্ষোভ করেছে তার স্বজন ও সহপাঠীরা। শুক্রবার বেলা ১১ টায় এ বিক্ষোভ করেন তারা।
পরে হত্যার সুষ্ঠ তদন্ত ও অপরাধীদের দ্রæত সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে স্বজন, বন্ধু-বান্ধব ও শত শত এলাকাবাসী অংশগ্রহন করেন। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন হৃদয়ের ছোট ভাই আবদুল্লাহ রাব্বি, আমরা কলাপাড়াবাসী সেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সালাউদ্দিন, তুষারসহ আরও অনেকে।
বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে হৃদয় হত্যায় জড়িত সকলকে গ্রেফতার ও হত্যার কারন অনুসন্ধানে প্রশাসনের কাছে দাবি করেন। হৃদয়ের ভাই আবদুল্লাহ রাব্বি অভিযোগ করেন, গত বুধবার রাতে বরিশালে বাসায় অসুস্থ হলে তাকে তার স্ত্রী এলাকার লোকজনের সহায়তায় বরিশাল মেডিকেলে ভর্তি করে। কিন্তু হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে হৃদয়ের স্ত্রী মেহেরুন বেনু ও তার মা মৃতদেহ ফেলে চলে যায়।
উল্লেখ্য মৃত আবদুল্লাহ হৃদয় কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম মহুরীর ছেলে হৃদয় প্রায় তিন বছর ধরে ভালোবেসে বিয়ে করে একই এলাকার জাহাঙ্গীর হোসেনর মেয়ে মেহেরুন বেনুকে। বিয়ের পর লেখাপড়ার সুবাদে তার স্ত্রীকে নিয়ে বরিশালে ভাড়া বাসায় থেকে সে পড়াশোনা করছে।
আপনার মতামত লিখুন :