বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল। তাই, সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই।
মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীনের পর সেই প্রতিচ্ছবি আওয়ামী লীগের শাসনামলে দেখা যায়নি।’
তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে মনিপুরি পাড়া খামারবাড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ‘ভার্চুয়াল প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট জন গোমেজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আর্চবিশপ বিজয় এনক্রুজ।
বাংলাদেশ এককভাবে কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জনগণের- উল্লেখ করে তিনি বলেন, কেউ-কেউ সংস্কারের নামে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছে।
তারেক রহমান বলেন, বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায় একথা যারা বলে থাকেন, তারা সত্য বলে না, কারণ, আমরাই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি।
এ সময় তিনি জানান, একটি গোষ্ঠী বর্তমানে ফ্যাসিবাদ-বিরোধী দলগুলোর মধ্যে একদিকে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। একই সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের টানা তিন মেয়াদের সুবিধাভোগী দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
এসব ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়। এই দেশ জনগণের। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমান বলেন, ৫ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেভাবেই পালিয়ে গেছেন শেখ হাসিনার আরেক দোসর আবদুল হামিদ।
পতিত ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালানোর পর এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে। আমাদেরকে যে যার জায়গা থেকে ভূমিকা রেখে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আপনার মতামত লিখুন :