ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৩১ দুপুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক থেকে ইনকিলাব মঞ্চ তার শারীরিক অবস্থার সবশেষ জানিয়েছে। 

বলা হয়েছে, ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। আরও বলা হয়েছে, হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।

Link copied!