ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

গাজা দখলের অভিযান স্থগিত করার নির্দেশ ইসরায়েলের সেনাবাহিনীকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ০৮:৫০ সকাল

ইসরায়েলের সরকার দেশটির সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এবং সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত 'আর্মি রেডিও'র একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা, ডোরন কাদোশ, জানিয়েছেন যে ইসরায়েলের রাজনৈতিক পর্যায় থেকে সেনাবাহিনীকে গাজায় তাদের কার্যক্রম ‘ন্যূনতম’ পর্যায়ে কমিয়ে আনার এবং শুধুমাত্র ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি আরও বলেন, ‘এর বাস্তব অর্থ হলো: গাজা শহর দখলের অভিযানটি আটকে দেওয়া হয়েছে এবং আপাতত স্থগিত রাখা হয়েছে।

সূত্র: আল জাজিরা

Link copied!