ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ র‍্যালি’ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫, ০৯:৫০ রাত

ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ঈদ র‍্যালি করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‍্যালিতে নেতৃত্ব দেবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রথম জামাতের পর র‍্যালি শুরু হবে। র‍্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ র‍্যালিতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ শুক্রবার (২৮ মার্চ) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ঈদ উপলক্ষ্যে এর আগে ক্যাম্পাসে কোনো সময় র‍্যালি বের করা হয়নি। এবার প্রথমবারের মতো ঈদ র‍্যালি বের করা হবে।

Link copied!